ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের তত্তাবধানে ২০১৯ সনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২৮ ও ২৯ অক্টোবর ২ টি ব্যাচে এই প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। প্রথম ব্যাচে সদর, ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, গৌরীপুর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আর দ্বিতীয় ব্যাচে মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গফরগাঁও ও ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২ টি ব্যাচে প্রায় ৩৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে। কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে তাদের সম্পৃক্ত থেকে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস