Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারী যাকাত বোর্ডের মাধ্যমে দেশের বিত্তবানদের নিকট থেকে যাকাত সংগ্রহ করে দুস্থ, গরীব, এতিম ও অসহায়দের মাঝে যাকাতের অর্থ বিতরণ কার্যক্রম বাসত্মবায়ন
বিস্তারিত
  1. যাকাত আদায় ও বিতরণ : চলতি অর্থ বছরে ৩০ শে জুন পর্যন্ত ময়মনসিংহ জেলায় প্রায় ৩০ লক্ষ টাকা যাকাত আদায় হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতাগণের সহযোগিতায় যাকাত আদায় কাজ অব্যাহত রয়েছে। যাকাত ফান্ড অর্ডিন্যান্স রুলস-৮৩ এর ধারা অনুয়ায়ী ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয়/জেলা কার্যালয় কর্তৃক সংগৃহীত যাকাতের ৫০% সংশ্লিষ্ট বিভাগীয়/জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়ে থাকে। গত ১৬/১০/২০১৮ খ্রি: তারিখে অনুষ্ঠিত যাকাত বোর্ডের ৫৪ তম সভায় আরও অতিরিক্ত ২০% অর্থ সংশ্লিষ্ট বিভাগীয়/জেলা কার্যালয়ে প্রদানের সিদ্ধান্তের আলোকে ২০১৮-১৯ অর্থ বছর সংগৃহীত যাকাতের মোট টাকার (৫০%+২০%) = ৭০% অর্থ যাকাত বোর্ড কর্তৃক প্রেরণ করা হয়। জেলায় স্থায়ীভাবে অর্থিক সাহায্য প্রার্থী/আবেদনকারীর মধ্য হতে কেবলমাত্র যাকাত পাবার উপযুক্তদের মধ্যে ১. দু:স্থ পুরুষদের কর্মসংস্থানের জন্য রিসকা, ভ্যান, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি। ২. পুরুষ/মহিলাদের জন্য কর্মে অক্ষম, অহসহায়, সেলাই মেশিন, মেয়ে বিবাহ, হাঁস-মুরগী ও গরু-ছাগল পালন, গৃহ মেরামত, ঋণগ্রস্থকারীর ঋণ পরিশোধের জন্য যাকাত ভাতা প্রদান। ৩. গরীব/দু:স্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষাস্তর অনুযায়ী কম-বেশী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ৪. প্রকৃত গরীব/দু:স্থ প্রতিবন্ধিদের পুনর্বাসন করা হয়।  ৪. জটিল ও দুরারোগ্য চিকিৎসার জন্য দু:স্থ ও গরীব রোগীদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৫. প্রকৃত দু;স্থ নও-মুসলিম পুরুষ/মহিলাদের স্বাবলম্বী করণ। উল্লেখিত খাতসমূহের বিতরণের নিমিত্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী জনপ্রতি গড়ে ৬,০০০/- (ছয় হাজার) টাকা জেলা/উপজেলা যাকাত কমিটির মাধ্যমে বরাদ্দকৃত অর্থ দ্বারা যাকাত সামগ্রী/নগদ অর্থ জরুরিভিত্তিতে বিতরণ সম্পন্ন করা হয়।