সদর উপজেলার জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত
গত 14/01/2025 খ্রি. সকাল 09.00 ঘটিকা থেকে দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে সদর উপজেলার জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক প্রতিযোগী বিভিন্ন বিষয়ে অংশগ্রহন করেন। বিকাল 3.00 ঘটিকায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ সুজন আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোঃ হাবেজ আহমেদ। আগামী 20/01/2025 খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ৯.00 ঘটিকা থেকে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে ময়মনসিংহ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যথাসময়ে সকল উপজেলার বিজয়ী প্রতিযোগীদের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের অনুরোধ জানানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS