ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের তত্তাবধানে ২০১৯ সনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২৮ ও ২৯ অক্টোবর ২ টি ব্যাচে এই প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। প্রথম ব্যাচে সদর, ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, গৌরীপুর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আর দ্বিতীয় ব্যাচে মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গফরগাঁও ও ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২ টি ব্যাচে প্রায় ৩৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে। কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে তাদের সম্পৃক্ত থেকে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS